খোলা ডেস্ক:
আঁখি মেলে থাক তুমি
দূরের সেই পথে,
মনের ই রাজকুমার
স্বপনেই আসিবে ।
জিবনেরে বলে দাও
সংগ্রাম করিতে ,
সুখের ঠিকানা পাবে
তাহারই মাঝে।
রুপসী বলে তুমি
দিওনা হাত ভুলে,
সুন্দর জিবন তবে
লুটাবে মরুর ধুলাতে।
আসিয়াছ ভবে
কর্ম সুখ করিতে ,
এ জিবনকে করনা হেলা
দুষ্ট প্রেমের খেলাতে ।
গোলাপের মতো
ফুটিয়াছ ধরাতে ,
উড়ে যদি যায় সে ভ্রমর
আসিবে না কভু আর ফিরে ।
নিজের জিবন গড় তুমি
তোমারি নিজ হাতে,
বন্ধু বলে বললাম কথা গুলো
আখি শুধু তোমাকে ।
কবিতাটি লিখেছেন রাফি আহাম্মেদ উল্লাস। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত শিক্ষার্থী।