খোলা ডেস্ক:
‘A strong America needs strong public school,’ বলেছেন আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার মানডালে। তিনি গতকাল মঙ্গলবার মারা গেলেন ৯৩ বছর বয়সে। এ ক্ষেত্রে আমরা সম্রাট নেপোলিয়নকেও মনে করতে পারতে পারি। তিনি বলেছিলেন, ‘Give me an educated mother, I shall promise you the birth of a civilized, educated nation’.
হ্যাঁ, আমেরিকা বা উন্নত রাষ্ট্রের দর্শন শিক্ষা ও গবেষণাকে কেন্দ্র করে। শিক্ষা ও গবেষণা ছাড়া কোনোভাবেই একটি রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যেতে পারে না—এটি উন্নত রাষ্ট্রগুলো বুঝেছে বহুকাল আগে থেকে। অন্যভাবে বলতে পারি, তারা ভাগ্যবান যে তারা পেয়েছে সেসব নেতাকে, যারা দেশের উন্নতি চেয়েছে শিক্ষার উন্নতির মাধ্যমে।
পাশের দেশ ভারত শিক্ষায় কতটা এগিয়ে গেছে, তা বোঝা যায় তাদের অভ্যন্তরীণ উন্নতি এবং বিদেশে ভারতের ছেলেমেয়েদের দাপট দেখে। এমনকি পাকিস্তান ও নেপালও শিক্ষায় অনেক এগিয়ে গেছে।
আমার কাছে অবাক লাগে আমাদের নীতিনির্ধারকদের শিক্ষার প্রতি উদাসীনতা দেখে। তাঁরা কী চান, আমি নিশ্চিত নই। তা×ঁদের পলিসি তৈরিতে শিক্ষার গুরুত্ব আছে কি না, আমার সন্দেহ আছে। একটি বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো প্রচেষ্টা আমাদের নীতিনির্ধারণে দেখা যায় না।
এই কোভিডকালে এ ব্যাপার আরও বোঝা যায়। আমাদের ছেলেমেয়েরা কীভাবে দ্রুত স্কুলে ফিরবে—এ জন্য তেমন কোনো তৎপরতা কোনো পর্যায়ে দেখা যায়নি। আমরা কেন বাকি বিশ্বের মতো আরও বেশি গবেষণা করতে পারতে পারছি না, এ বিষয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। গবেষণা ছাড়া নতুন কোনো কিছু আবিষ্কার করা সম্ভব নয়। গবেষণা ছাড়া ডক্টর, শিক্ষক সবাই ভালো পোশাকশ্রমিকের মতো। আমরা ভালো টেকনিশিয়ান ছাড়া কিছু নই। টেকনিশিয়ান দিয়ে একটি রাষ্ট্র বিরাট কিছু করে ফেলার স্বপ্ন দেখতে পারে না।
এ রাষ্ট্রের মূল সমস্যা হলো ক্ষমতাকেন্দ্রিক সেক্টর ছাড়া আর কোনো সেক্টর নিয়ে চিন্তা করা হয় না। শুধু ক্ষমতাকেন্দ্রিক সেক্টরগুলো বিকশিত করার চেষ্টার কারণে অন্যান্য সেক্টর আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। যেহেতু অন্যান্য সেক্টর সম্মান পাচ্ছে না, তাই এখানে সবাই ক্ষমতামুখী হওয়ার চেষ্টা করে। একটি রাষ্ট্রের জন্য এটা কতটা ক্ষতিকর, তা আসলে আমরা বুঝি না। আমাদের ছেলেমেয়রা কেন বিদেশে গিয়ে বিখ্যাত গবেষক হয়ে দেশে ফেরে না, এটা নিয়ে আমাদের ভাবার মতো বিন্দুমাত্র সময় নেই।
Discussion about this post