খোলা ডেস্ক:
চাঁদেতে জোসনা পাওয়া যায়
তারাতে নয়
একজনই হয় মনের মানুষ
সকলে নয়
তুমি আমার সেই একজন
একথা যেওনা ভুলে
মায়ায় বাঁধা এ যে মালা
এ মালা যেওনা খুলে
প্রেম বলে যে কথা
মনে রেখ সে কথা …(?)
চাঁদেতে জোসনা
রূপকথা হয়ে যায়
কবিতাটি লিখেছেন রাফি আহাম্মেদ উল্লাস। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত শিক্ষার্থী।