খোলা ডেস্ক :
ছুঁয়ে দেখো,ক’ফোটা বৃষ্টি
যদি শিহরণ জাগে,
ছুঁয়ে যায় স্বপ্ন,লজ্জা রাঙা চোখে
তবে এসো বৃষ্টিতে ভিজি।
কল্পনার ক্যানভাসে সাদাটে আবির
শূন্যতার রাঙা ছবি।
যখন শূন্যতায় খোলা আকাশের নীচে
বাড়ে অস্থির পায়চারি,
যখন ঝিরিঝিরি হাওয়ায়
চুলগুলো এলোমেলো হয়ে যায়,
সিক্ত বর্ষায় ক’ফোটা বৃষ্টি
ছুঁয়ে যায় চোখের পাতা।
তখন! তখন কি যে হয়!
দীর্ঘশ্বাসে প্রশ্ন জাগে,
কেমন আছো তুমি?
কবিতাটি লিখেছেন রাফি আহাম্মেদ উল্লাস। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত শিক্ষার্থী।
Discussion about this post