তবে আর্জেন্টিনা যদি মেক্সিকোর বিপক্ষে জয় পায়, তাহলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৩। মেক্সিকোর পয়েন্ট থাকবে ১। পয়েন্ট তালিকার অন্য দুই দল সৌদি আরব ও পোল্যান্ডের পয়েন্ট থাকবে যথাক্রমে ৩ ও ৪।

আর্জেন্টিনা যদি মেক্সিকোর সঙ্গে ড্র করে তাহলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ১, আর মেক্সিকোর পয়েন্ট ২।
এর পর এই গ্রুপে ম্যাচ বাকি থাকবে দুটি। আর্জেন্টিনা খেলবে পোল্যান্ডের বিপক্ষে। আর মেক্সিকোর ম্যাচ সৌদি আরবের সঙ্গে। সৌদি আরব সে ম্যাচে না হারলেই পৌঁছে যাবে পরের রাউন্ডে। তবে মেক্সিকো জিতলে বাদ পড়বে আরব দেশটি, পরের রাউন্ডে যাবে মেক্সিকো।
অন্য ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে যদি আর্জেন্টিনা জয় পায় আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়াবে ৪। পোলান্ডেরও হবে ৪। তখন বিবেচনায় আসবে গোল ব্যবধান। তবে সেই ম্যাচে লেভানডফস্কিরা হার এড়ালেও পৌঁছে যাবে পরের রাউন্ডে।

অর্থাৎ সৌদি আরবের বিপক্ষে পোল্যান্ডের জয়ের পর বিশ্বকাপে টিকে থাকতে বাকি দুই ম্যাচে জিততে হবে আর্জেন্টিনার। কারণ এক জয় ও এক ড্রতেও কঠিন সমীকরণের মুখে পড়তে হবে মেসিদের।
Discussion about this post