খোলা ডেস্ক :
কারোর কাছে কোনো প্রত্যাশা নেই
আছে এক অভিমান
ব্যর্থ পাখি বাসায় ফিরে সান্ধকালীন স্নান।
কোনো প্রত্যাশা নেই আমার
আছে শুধু অভিযোগ
যাদের কাছে নারী মানেই ভোগ।
কোনো প্রত্যাশা নেই আমার
আছে কান্নার দায়
চোখের নদী শুকিয়ে গেছে প্রায়।
কোনো প্রত্যাশা নেই আমার
বিরহ এ বেলা
গল্পের নাম জীবনপুরের খেলা।
কারোর কাছে কোনো প্রত্যাশা নেই
আছে শুধু ভালবাসা
নিজের জন্য নিজের কাছে প্রত্যয়ী ফিরে আসা।
কবিতাটি লিখেছেন রাফি আহাম্মেদ উল্লাস। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত শিক্ষার্থী।
Discussion about this post