খোলা ডেস্ক:
বন্ধু তোর হাত ধরে..,,,,,,,,, ছুটতে চাই আর একবার।
বন্ধু তোর টিফিন বক্স,,,,,,,,,,, কাড়তে চাই আর ১ বার।
তোর সাথে আমি ভিজতে চাই খুব করে…………
শুধু একটা বার.,,,,,,,,,,,,,,তোর চেনা নামে ডাকতে চাই খুব জোরে।
বন্ধু তুমি আপন হয়ে…….. বাধলে বুকে ঘর।
কষ্ট পাব আমায় যদি,,,,,,,,, করে দাও পর।
সুখের নদী হয়না যেন.,,,,,,,, দুঃখের বালু চর।।
সব সময় নিও বন্ধু আমার খবর।।।
যেমন ছিলাম তেমন আছি..,,,,,,,, বন্ধু তোমার পাশা-পাশি।।
ভাবছো হয়তো ভুলে গেছি,,,,,,,,,, কেন ভাবছো মিছে-মিছি।।
যদি তোমায় ভুলে যেতাম, তাহলে কি আর SMS করতাম ?

বন্ধু তুমি একা হলে,,,,,,,,,, আমায় দিও ডাক।
গল্প করব তোমার সাথে আমি সারারাত।
তুমি যদি কষ্ট পাও.,,,,,,,,, আমায় দিও ভাগ।
তোমার কষ্ট শেয়ার কর.,,,,,, হাতে রেখে হাত******।
বিধাতার হাতে লিখা,,,,,,,
কার সাথে কার হবে দেখা।
কেউ জানে না কবে কখন…..
কার সাথে গিয়ে মিলবে জীবন।
তবুও থাকে একটি চাওয়া,,,,,,,,,,, মনের মত বন্ধু পাওয়া।
রাতের রঙ কালো.,,,,,,,,, জোসনা দেয় আলো।
আকাশের রং নিল.,,,,,,,, তারা ঝলে ঝিলমিল।
গোলাপের রঙ লাল….,,,,,,, আমাদের বন্ধুত্ব থাকবে চিরকাল।
কবিতাটি লিখেছেন রাফি আহাম্মেদ উল্লাস। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত শিক্ষার্থী।