নদীর মোহনায় অবস্থিত চাঁদপুর শহরে কয়েক বছর ধরে ভাঙন চলছে। প্রতিবছর অস্থায়ী রক্ষণাবেক্ষণের মাধ্যমে কেবল ঠেকনি দিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এই বর্ষায়ও শুরু হয়েছে ভাঙন। তবে এবার একটি স্থায়ী প্রকল্প নিয়ে এগোচ্ছে সরকার। তাতে কিছুটা স্বস্তি বোধ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২০১৯ সালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ৪৫০ কোটি টাকার একটি স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রকল্প তৈরি করে পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠায়। তবে তিন বছরেও তা নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে মন্ত্রণালয়ের নির্দেশে সম্প্রতি একটি সমীক্ষা করে পানি উন্নয়ন বোর্ডের কারিগরি কমিটি। তারা চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্প নামে তিন হাজার কোটি টাকার স্থায়ী একটি প্রকল্প প্রস্তাব করেছে।
Discussion about this post