খেলা ডেস্ক
আজ বাবা দিবস। এমন দিনে বাবাকে বিশেষভাবে স্মরণ করলেন মুশফিকুর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবার সঙ্গে মাঠের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে বাবাকে সম্বোধন করেছেন সুপারহিরো হিসেবে। মুশফিক লিখেছেন, ‘মিরপুর, গ্যাবা অথবা লর্ডস—আমার সুপারহিরো বাবা সব জায়গাতেই উপস্থিত থাকেন আমাকে ও বাংলাদেশকে সমর্থন করার জন্য। তাঁর দোয়া আমাকে অনুপ্রেরণা জোগায় দেশের জন্য ভালো পারফরম্যান্স করার জন্য। তোমাকে ভালোবাসি বাবা। বাবা দিবসে পৃথিবীর সকল বাবার জন্য শুভেচ্ছা।’
মুশফিক এখন নিজেও ছেলেসন্তানের বাবা। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় ছেলে মোহাম্মদ শাহরোজ রহিমকে খুব কম সময়ই কাছে পান। তবে বাবা হিসেবে কর্তব্য পালনের দিকেও যথেষ্ট মনোযোগ তাঁর। সময়–সুযোগ হলেই ছেলেকে নিয়ে আসেন মাঠে।
নিজের ‘সুপারহিরো’ বাবাকেই যে অনুকরণ করছেন মুশফিক!
Discussion about this post