দর্পন ডেস্ক :
“স্বার্থান্ধ বিষাক্ত সপরাগায়নের বিপরীতে,
‘আমার’ বাংলাদেশে বিজয়ের আকর্ষণে এখনও
আমি এক সাধারণ তবে অসাধারণ প্রাণ।
বিজয়ের দিকে, বিজয়ের প্রতি শক্ত টান।
কাপুরুষের বিপরীতে ঘৃনার পাহাড় মাথায়।
অন্যায় চাতুর্যময় ছলনার বিষাক্ত খোঁপায়,
ছুড়ব যে তীর দ্রুত।
গাঁথব ভ্রাতৃপ্রেমের সুতো।
গড়ব মাতৃত্বের অস্তিত্ব।
বিজয়, তুমি এসেছিলে, বার বার এসো।
তোমার পেছনের গল্পে আমি চির শ্রদ্ধাশীল।
অক্ষম, পূরণে তোমার ছিটেফোঁটাও ঋণ।
তুমি এখনো আমার মানসপটে ভাসো।।”
সত্যিকার অর্থে শুভ হোক আমাদের কাঙ্ক্ষিত ‘বিজয়’।
স্বার্থক হোক শহীদদের প্রাণ,
মা – বোনের সম্মান আর
শহীদ সৈনিকদের ও সৈনিকের ত্যাগ।
Discussion about this post