দর্পন ডেস্ক:
‘সত্য’ এখনও জীবিত।
সৌন্দর্য্য এখনও সতেজ।
সত্যিই ‘সত্য’ এখনও জীবিত।
সত্যি সত্যিই চির স্রষ্টা বিদ্যমান।
তাই ভয় করি না বরং ভয় কর।
বরং ভয় কর।
বরং স্মরণ কর।
হাস্যকর স্তব্ধকারী আয়োজনের বিপরীতে,
চুপচাপের অনল স্মরণ কর।
নিছক শক্তির বিপরীতে চুপচাপ প্রাণ,
চুপচাপ প্রাণকে ভেবে দেখো।
মিথ্যা, প্রতারণার বিপরীতে
চুপচাপ প্রাণ।
মিথ্যা চাটুকারিতার বিপরীতে
চুপচাপ সত্যের অনল।
ভেবে দেখো!
কবিতাটি লিখেছেন মেহেদী হাসান। তিনি রাজশাহী কলেজে ইংরেজি বিভাগে সম্মান ৪র্থ বর্ষে অধ্যায়নরত আছেন।
Discussion about this post