খোলা ডেস্ক:
কোনো দিন ভাবিনি বন্ধু তোরে
পাবো আমার জীবনে।।
আবার, চলে যাবি এমন করে
ফাকি দিয়ে গোপনে!
ভাবিনি তো বন্ধু রে তুই
থাকবি আমার আড়ালে।
জেনে রাখিস এতটুকুই,
মরবো তোকে হরালে।।
তোকে ছাড়া একা একা
কাঁদি আমি নিরবে।
জীবন এত আকা-বাকা
সইবো বল্ কীভাবে?
কবিতাটি লিখেছেন মেহেদি হাসান। তিনি রাজশাহী কলেজে ইংরেজি বিভাগের অধ্যায়নরত শিক্ষার্থী।