দর্পন ডেস্কঃ
বিশেষত্ব নেহাত দেখিনে তবে।
দিনশেষে ফলাফল সবারই হবে!
আমি নেই সামনের কাতারে,
বরং আছি শাসিতের আঁধারে!
তো এখন শুনবো হাজারো গালমন্দ।
কারন আছি বেপথে আবারো, কিসের আনন্দ!
তখন তিঁনারা- উনারা সকলে মহা আসনে,
কি জানি নিজেকে কি ভেবে, ব্যাস্ত ছিলেন ভাষণে।
তবে সে ভাষণ শেষ হবে।
যাবে। সে আসন ভেসে যাবে।
বিশেষত্ব নেহাত দেখিনে তবে,
দিন শেষে ফলাফল সবারই হবে।
দেখা যাবে ফলাফলে কে, কোথা রবে।
কবিতাটি লিখেছেন মেহেদী হাসান। তিনি রাজশাহী কলেজে ইংরেজি বিভাগে চতুর্থ বর্ষে অধ্যায়নরত।
Discussion about this post