মাও সে–তুংয়ের লংমার্চের কথা আমাদের জানা। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১৬ অক্টোবর কিয়াং-সি প্রদেশ থেকে শুরু হওয়া ওই পদযাত্রা শেষ হয় পরের বছরের ১৯ অক্টোবর। দীর্ঘ ওই ৩৭০ দিনের প্রবল দুঃখ–দুর্দশার মধ্যে ১৮টি পাহাড়পথ, ২৪টি ছোট–বড় নদী পেরিয়ে যখন তারা শেনসি প্রদেশের ইয়েনানে এসে পৌঁছান, তত দিনে ১ লাখ মানুষের মধ্যে ৯২ হাজারই মৃত্যুবরণ করেছেন। ৬ হাজার মাইলের ওই দীর্ঘ পথে চিয়াং কাইশেকের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে করতে তাঁরা ১১টি প্রদেশ অতিক্রম করেন।
এর প্রায় ১৩ বছর আগে বাংলাদেশের চা–শ্রমিকেরা দাসত্বের শিকল ছিঁড়ে পায়ে হেঁটে তাঁদের ফেলে আসা গাঁয়ে মায়ের কোলে ফিরতে চেয়েছিল। আসাম আর সিলেটের চা–বাগান থেকে তাঁরা অনেক কষ্টে চাঁদপুর স্টিমারঘাট পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। মেঘনা পাড়ি দিতে চাইলে তাঁরা গণহত্যার শিকার হন।
Discussion about this post