খোলা ডেস্কঃ
একত্নময় নির্জনে ,
কষ্টের প্রহার বর্জনে ।
ঘাস সবুজের সমারোহে ,
বসিয়া রহিয়াছি অপেক্ষমান প্রশান্তি আরোহনে ।
চারদিক ঘন হচ্ছে আধাঁর গগনে ,
ভাবিয়া পাইনু কিছুই ,
অপেক্ষার প্রহর গুণে ।
হঠাৎ তাঁরা পরিলো দৃষ্টি মোর
ঐ দূর প্রান্তে ।
চক্ষু মোর স্থির হয় হলুদ শাড়ি পরিধানে ,
কোন এক রমনী আগন্তে ।
জানিতে বড়ই ইচ্ছুক কে ঐ
অপরূপ সৌন্দর্যময়ী ললনা তুমি ,
কণিক সময় পর ,
উঠিলো হৃদয় জুড়ে ঝঁড় ।
স্বার্থক আজ এই বঙ্গে জন্ম গ্রহনে ,
হৃদয় হয় আকাঙ্কিত ,
তাকে মোর ভক্ষে বরনে ।
আবারো একা হই তার পরিত্যাগে ,
বিভ্রান্তিত হই মোর হৃদয় আবেগে ।
প্রতি দিবস আশার প্রহর গুণি ,
তৃষ্ণার্থ হৃদয় জুড়ে ,
অপেক্ষায় থাকি আদৌও ,
যদি সে ফের আসে ফিরে ।
Discussion about this post