খোলা ডেস্কঃ
আমরা এই পদ্মার বুকে, রাখি জীবন বাজি ;
আমরা পদ্মা নদীর মাঝি,
আমরা বাংলাদেশের মাঝি।
ঝড় তুফান ও ঢেউয়ের স্রোতে, চলবো আমরা আজি ;
আমরা পদ্মা নদীর মাঝি,
আমরা সোনার দেশের মাঝি।
ভর দুপুরের উথাল -পাতাল, ঢেউ দেখে হই তেজী ;
আমরা পদ্মা নদীর মাঝি,
আমরা নদীর দেশের মাঝি।
ঘর-সংসার ত্যাগ করে আজ, পদ্মার বুকে সাজি;
আমরা পদ্মা নদীর মাঝি,
আমরা বীরের দেশের মাঝি।
পৃথিবীকে ভুলে আজ আমরা, পদ্মায় যেতে রাজি ;
আমরা পদ্মা নদীর মাঝি,
আমরা স্বাধীন দেশের মাঝি।।
Discussion about this post