খোলাডেস্কঃ
মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর,
জাতির অহঙ্কার,
এ বিজয়কে রাখবো সমুন্নত,
এই হোক অঙ্গীকার।
একাত্তরে সাড়ে সাতকোটি বাঙালি
হয়েছিল ঐক্যবদ্ধ,
২৬ মার্চ থেকে শুরু হয়,
৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ।
ত্রিশলক্ষ শহীদের বুকের
তাজা রক্ত দিয়েছিল বিসর্জন,
অবশেষে হানাদার পাকিস্তান
বাহিনী করলো আত্মসমর্পণ।
বীর বাঙালিদের কাছে
তারা করেছিল শির অবনত,
বাংলাদেশ প্রতিষ্ঠালাভ করেছে,
স্বাধীন সার্বভৌমত্ব।
মুক্তিকামী জনতা প্রায় খালি হাতে,
দাঁড়িয়েছিল রুখে!
জীবন বাজি রেখে
ঝাঁপিয়ে পড়েছিল পাষাণ বেঁধে বুকে।
যাদের আত্মত্যাগের বিনিময়ে
অর্জিত হয়েছে স্বাধীনতা;
ভুলবো না সেই দুঃসাহসী
বীরত্বপূর্ণ মুক্তিযোদ্ধাদের কথা।
জীবন উৎসর্গ করে উপহার দিয়েছে
লাল-সবুজের পতাকা,
এনেছে ৫৬হাজার বর্গ মাইলের
স্বাধীন বাংলার সীমারেখা।
মুক্তিযুদ্ধে বিজয়ে অর্জিত
স্বাধীন বাংলাদেশের জনগণ;
এত বছর পরেও কি করতে পেরেছি
তাদের স্বপ্ন পূরণ?
দূর করতে হবে বৈষম্য বিভাজন,
চাই অর্থনৈতিক মুক্তি,
রুখতে হবে সকল বঞ্চনা,
আছে ষোল কোটি জনশক্তি।
লাখো শহীদের আত্মত্যাগে
অর্জিত গৌরবময় এ বিজয়,
সকলে মিলে গড়বো দেশ,
মানবো না কোনো পরাজয়।
Discussion about this post