জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ, শিক্ষাসচিব মো. মাহবুব হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, সিইডিপির প্রকল্প পরিচালক, শিক্ষক প্রশিক্ষণের কোর্স উপদেষ্টা, রিসোর্স পার্সনসহ প্রশিক্ষণার্থী সংযুক্ত ছিলেন।
দীপু মনি বলেন, ‘অনলাইনে শিক্ষাদানকে আরও জোরদার করতে হবে। শিক্ষার্থীরা যেন তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। শিক্ষকেরাই বাতিঘর, তাঁরাই শিক্ষার্থীদের কাছে আদর্শ। জাতীয় বিশ্ববিদ্যালয় করোনা মহামারির মধ্যে অনলাইনে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে এটি গুরুত্বপূর্ণ দিক। অনলাইন শিক্ষকতায় এ প্রশিক্ষণ আরও বেশি কাজে লাগবে।’
Discussion about this post