খোলা ডেস্ক:
তাকে বলা হয়, লিওনেল মেসির পর বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা লা মাসিয়ার সবচেয়ে প্রতিভাবান ফুটবলার। নিজের প্রথম ম্যাচে মাত্র ১৬ বছর বয়সে গোল করে বার্সার ইতিহাসের সবচেয়ে কম বয়সী গোলদাতাও হয়েছেন। গত আগস্টে মেসি বার্সা ছাড়তে বাধ্য হওয়ার পর তার বিখ্যাত ১০ নম্বর জার্সি এই ফাতিকেই দিয়েছে বার্সা কর্তৃপক্ষ। আজ ফাতির গায়ে চেপেই এই বিখ্যাত ১০ নম্বর জার্সি আবার মাঠে ফিরতে যাচ্ছে।
ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় সোয়া ৮টায় লা লিগার ম্যাচে লেভেন্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। মেসি পরবর্তী সময়ে বার্সার পারফর্মেন্স খুবই করুণ। গ্রানাদা আর কাদিজের মতো নিচের সারির দুটি দলের বিপক্ষে তারা কোনোরকমে ড্র করেছে। লিগে পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ মোটে ৯ পয়েন্ট। একটা গোল করতেই যেন তাদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। এমতাবস্থায় আনসু ফাতিকে একাদশে পেলে বার্সা কোচ রোনাল্ড কোম্যান খুশিই হবেন। তবে ফাতি লম্বা সময়ের জন্য মাঠে থাকছেন না।
গত বছর নভেম্বরে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের অভ্যন্তরীণ মিনিসকাস ছিঁড়ে গিয়েছিল ফাতির। যেতে হয়েছে অস্ত্রোপচার টেবিলে। এরপর সুস্থ হয়ে উঠতে ১৮ বছর বয়সী এই ফুটবলারের অনেক সময় লেগে গেল। লেভান্তের বিপক্ষে ফাতিকে আপাতত পরখ করে দেখবেন কোম্যান। তাকে সর্বোচ্চ ১৫ মিনিটের জন্য মাঠে নামানো হতে পারে। একজন ফুটবলার চোটে পড়ার পর তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়াটা বেশ দীর্ঘ। ফাতির জন্য ধীরে চলো নীতিই অবলম্বন করেছে বার্সা।